উখিয়ার পথে এরশাদের নেতৃত্বে জাপা টিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধদের নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজার পৌঁছেছেন এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২৫ সদস্যের কেন্দ্রীয় টিম। বৃহস্পতিবার দুপুর ১২টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

তাদের টিমে রয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দীন বাবুল, মেজর খালেদ ও সাংসদ ইয়াহিয়া চৌধুরীসহ অন্যরা।

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংসদ হাজী মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, প্রভাবশালী সদস্য কবির আহামদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দীন। বিমান থেকে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির টিমটি সড়ক পথে উখিয়ার উদ্দেশে রওনা দেন।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জানিয়েছেন, তারা প্রথমে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে ত্রাণ বিতরণ করে পরে কুতুপালং এসে ত্রাণ বিতরণ করবেন।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।