বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন মো. নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভাস্করখিলা গ্রামের অাক্তার উদ্দিনের ছেলে সকালের দিকে বাড়ির পাশের ভাস্করখিলা বিলে মাছ ধরতে যান। এ সময় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।