বাহুবলে সড়ক দুর্ঘটনায় ৭ সেনা সদস্য আহত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যান খাদে পড়ে সাত সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাফিজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত সেনা সদস্যরা হলেন- সার্জেন্ট সাহাজ মিয়া, ল্যান্স কর্পোরাল আনোয়ার, সৈনিক সাগর হোসেন, সানু মিয়া, হাসান মিয়া, হামিদ মিয়া ও মো. হোসেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানটি সিলেট অভিমুখে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি হাফিজপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সেনা সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে তারা আহত হন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আইআই