মানিকছড়িতে আশ্রয় নেয়া ২৪ রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে ফেরত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

খাগড়াছড়ির মানিকছড়ির দুটি গ্রামে আশ্রয় নেয়া ২৪ জন রোহিঙ্গাকে আটক করে উখিয়ার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তারা উপজেলার পাঞ্জারাম পাড়া ও গুচ্ছগ্রামে এসে আশ্রয় নিয়েছিল।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে বার্মা সেনা ও সেদেশের বৌদ্ধ সন্ত্রাসীদের বর্বর হামলায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মানিকছড়ির পাঞ্জারাম ও গুচ্ছগ্রাম এলাকায় আশ্রয় নিয়েছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ২৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করে মানিকছড়ি থানা পুলিশ।

এদের মধ্যে চারজন নারী, একজন পুরুষ ও ১৯ জন শিশু রয়েছে। শিশুরা সকলেই ৬-১২ বছর বয়সী।

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়া শরণার্থী ক্যাম্পের উদ্দেশে পুলিশ প্রহরায় পাঠানো হয়েছে। এছাড়া আর কোনো রোহিঙ্গা লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।