নেত্রকোনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাদা পোশাকের পুলিশের একটি টিম ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। তোফায়েল কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

তবে কেন বা কী অভিযোগের কারণে তাকে ধরেছে তা পুলিশ জানায়নি বলে জাগো নিউজকে জানান তোফায়েল আহমেদের চাচা নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস থেকে ৮/১০ জন ডিবি পুলিশ কেন্দুয়া পৌর শহরের রুপালী ব্যাংকের পাশে এসে নামেন। টিমেরা ৪/৫ জন সেখানে থাকা তোফায়েলের ব্যক্তিগত কার্যালয় থেকে তোফায়েলকে মাইক্রোবাসে তুলে নেয়। টিমের বাকি ৪/৫ জন কান্দিউড়া এলাকায় তোফায়েলের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তোফায়েলের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়।

আধাঘণ্টার মধ্যে ডিবি পুলিশ ওইকেন্দুয়া থেকে আঠারবাড়ি-ময়মনসিংহ সড়কের দিকে তোফায়েলকে নিয়ে চলে যায়।

নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জাগো নিউজকে জানান, ডিবি পুলিশের একটি টিম কেন্দুয়ায় কাজ করছিল। অভিযোগের বিষয়টি আমার জানা নেই।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।