ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাটে একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার ভোরে মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসযাত্রী। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বলে জানা গেছে।

ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বনফুল পরিবহনের যাত্রীবাহী বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ১৩ যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।