সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জে
প্রকাশিত: ১০:০৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দোহারী ইউনিয়নের গুরেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেরিগাঁও গ্রামের এবাদুর রহমান (৩৫) ও গুরেশপুর গ্রামের শেরু জামান (৩০)। সংঘর্ষের সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার দুলন মিয়া জানান, শেরু জামান ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাদের মধ্যে পাল্টাপাল্টি মামলাও চলছিল। পূর্ব শত্রুতার জেরে আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাসুক মিয়ার সমর্থক এবাদুর রহমান ও শেরু জামান নিহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।