চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমীর গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর জামায়াতের আমীরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার সকালে শিবগঞ্জ বাজারের পানপাট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামায়াত নেতা শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জায়গীর মহলার গোলাম আজম (৪২)। তিনি জামায়াতের শিবগঞ্জ পৌর শাখার আমীর।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টার দিকে মিছিলের প্রস্তুতিকালে শিবগঞ্জ বাজারের পানপাট্টি এলাকা থেকে গোলাম আজমকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
এসএস/এমএস