সোমবারের হরতাল প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

খাগড়াছড়িতে রবিউল নামে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের এক কর্মীর হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে এ হরতাল প্রত্যাহার করা হয় বলে জানান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

জানা যায়, ১২ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের তৈকর্মা নামকস্থানে মোটরসাইকেলসহ রবিউলের লাশ পাওয়া যায়। রবিউল পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের গুইমারা উপজেলার কর্মী ছিলেন। তার বাড়ি গুইমারা উত্তর হাজীপাড়ায়।

এ ঘটনার প্রতবাদে এবং হত্যাকারীকে গ্রেফতার করে বিচারের আওতায় কঠোর শাস্তির দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নামে স্থানীয় দুই বাঙালি সংগঠন হরতালের ঘোষণা দেয়।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।