মানিকগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৩ জুন ২০১৫

আগামী একশ বছরের উন্নয়ন ভাবনা সামনে রেখে মানিকগঞ্জ পৌরসভার ২০১৫-১৬ অর্থ-বছরের জন্য দু`শত বাইশ কোটি ছত্রিশ লাখ একষট্টি হাজার একশত চুরাশি টাকা উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র মো. রমজান আলী।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম হোসেন, মানিকগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুস সালাম প্রমুখ।

অবকাঠামোগত উন্নয়নের মধ্যে রয়েছে, পৌর প্লাজা নির্মাণ, বাস-ট্রাক টার্মিনাল, শিশু পার্ক, মিলনায়তন নির্মাণ, ইংরেজি মাধ্যম বিদ্যালয় নির্মাণ, সড়ক, ড্রেনেজ, কালর্ভাট নির্মাণ, বেশ কয়েকটি বিপনী বিতান নির্মাণ।

মতিউর রহমান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।