শৈলকুপায় মাদক ব্যবসায়ীর দণ্ড


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৩ জুন ২০১৫

ঝিনাইদহের শৈলকুপায় আবেদ আলী নামে এক গাঁজা ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বদ্বীপ কুমার সরকার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবেদ আলী উপজেলার পূর্ব মাদলা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ জানায়, আবেদ আলী দীর্ঘদিন গাঁজাসহ বিভিন্ন মাদক চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একাধিক অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় খুলুমবাড়িয়া বাজার এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাসেম খান জানান, শৈলকুপা থেকে সব ধরনের মাদক নির্মূলের অভিযানের অংশ হিসাবে আবেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।