পদ্মায় গোসল করতে নেমে পুলিশ কনস্টেবল নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট কান্দিরপার এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. জাহিদ হাসান নামে পুলিশের এক কনস্টেবল নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে পদ্মা নদীতে তিন পুলিশ সদস্য মো. সুমন, মো. আজমীর ও মো. জাহিদ গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।।

মাওয়া নৌ ফাঁড়ির ইনর্চাজ সরজিৎ ঘোষ জানান, মো. জাহিদ হাসান প্রতিদিনের মতো আজও সহকর্মীদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যান। কিন্তু তিনি আর গোসল করে উঠেননি।

তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় ডুবুরি দলের সহযোগিতায় প্রথমে পদ্মা নদীতে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার কাজে যুক্ত হয়েছে।

নিখোঁজ কনস্টেবল জাহিদ হাসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি মাওয়া নৌ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।