কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

কিশোরগঞ্জের কর্ষাকড়িয়াইলে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। আহতদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কর্ষাকড়িয়াইল বাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের হাজী বাচ্চু ভূইয়ার ছেলে হাবিবুল্লাহ (১৮) ও কর্ষাকড়িয়াইল ইউনিয়নের সেহড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. রাফি (১৪)।

এলাকাবাসী জানায়, নিকলী থেকে কিশোরগঞ্জের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় অটোরিকশার ছয় যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে নেয়া হলে ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান, পুলিশ ট্রাক ও অটোরিকশা আটক করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।