৪২ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ কনস্টেবলের মরদেহ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নৌ-পুলিশ কনস্টেবল মো. জাহিদ হাসানের (২৮) মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরজিৎ কুমার ঘোষ বলেন, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওয়ার পুরাতন ফেরিঘাট এলাকায় গোসল করতে গিয়ে তীব্র স্রোতে নিখোঁজ হন মো. জাহিদ হাসান। আজ বুধবার সকালে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ কনস্টেবল জাহিদ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। ছয় মাস আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে মাওয়া নৌ-পুলিশে যোগ দেন তিনি। ২০১১ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। মরদেহটি তার বাড়িতে পাঠানো হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম