কলেজছাত্রীর শ্লীলতাহানির দায়ে বখাটের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১১:৪৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

পিরোজপুরে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির দায়ে পঙ্কজ রায় (৩৫) নামে এক বখাটের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ দণ্ডদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত পঙ্কজ রায় শহরের কালীবাড়ি সড়কের বাসিন্দা চিকিৎসক নিরঞ্জন রায়ের ছেলে।

পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা জানান, কালিবাড়ী সড়কের বাসিন্দা ওই কলেজছাত্রী ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর তাদের বাসা থেকে শহরে একটি টেইলার্সের দোকানে যাচ্ছিলেন। এ সময় পঙ্কজ তার হাত ধরে টানাহেঁচড়া করতে থাকে। তখন ওই ছাত্রী চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে পঙ্কজকে ধরে পুলিশে দেয়।

পরদিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পঙ্কজের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক বিপ্লব কান্তি তদন্ত শেষে পঙ্কজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

হাসান মামুন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।