বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জাসাসের সাধারণ সম্পাদকসহ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু ও জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল দেলোয়ার হোসেন পশারী হিরুসহ ১০ নেতাকর্মী রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ মো. মেহেদী হাসান হিমুর বাড়িতে গোপন বৈঠক চলছিল- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হিমুসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরসহ বিস্ফোরক মামলা রয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।