ঝালকাঠিতে তিন মাদরাসাছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ঝালকাঠিতে হাফেজি মাদরাসার তিন ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই শহরের কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি রোড এলাকার খান মঞ্জিলে অবস্থিত হোসাইনিয়া তাজভীদুল কুরআন নাজেরা হাফেজি মাদরাসার ছাত্র।

নিখোঁজ ছাত্ররা হল, সদর উপজেলার শিরযুগ এলাকার সোহরাব আলী মীরের পুত্র আশিকুর রহমান নাজমুল, আগরবাড়ি এলাকার আবুল কালাম খলিফার পুত্র রমজান খলিফা ও পশ্চিম চাঁদকাঠি এলাকার পান্না মিয়ার পুত্র মো. নাহিদ মিয়া।

মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা ইয়াসিন জানান, শনিবার এশার নামাজ পড়তে তাদেরকে ছুটি দেই। নামাজ শেষে ১৫ মিনিট অতিবাহিত হলেও মাদরাসায় ফিরে না আসায় সন্ধান করতে থাকি। তারা ৩ জনেই ২০১৬ সালে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে এ মাদরাসায় ভর্তি হয়েছে। আমরা তাদের সন্ধানে শহরে মাইকিং করছি। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

সদর থানার ডিউটি অফিসার মো. জাফর জুনায়েদ জানান, শহরের কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি রোড এলাকার খান মঞ্জিলে অবস্থিত হোসাইনিয়া তাজভীদুল কুরআন নাজেরা মাদরাসার ৩ ছাত্রের সন্ধানে থানায় জিডি করতে এসেছিলেন মাদরাসার মোহতামিম।নিখোঁজ ও জরুরি প্রয়োজনে পাওয়া যাবে এমন অভিভাবকদের ঠিকানা রেখে তাদেরকে খোঁজ খবর নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সন্ধান না পেলে তখন জিডি নেয়া হবে।

মো. আতিকুর রহমান/এআরএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।