রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল


প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৫ জুন ২০১৫

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে জামালপুরে স্বাগত মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে শহরের পিটিআই গেইট এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ হয়।

পরে ইসলামী আন্দোলনের নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এর আগে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. সৈয়দ ইউনুছ আহমেদ, সাধারণ সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের নেতা কাজী মাজহারুল আনোয়ার, মাওলানা শহীদ আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

শুভ্র মেহেদী/এসএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।