মানিকগঞ্জে বাসচাপায় বাইসাইকেল চালক নিহত
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাউর এলাকায় বাসচাপায় মুক্তার হোসেন (৬০) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশরা এলাকার মৃত রহমত মল্লিকের ছেলে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তার হোসেন দুপুরে বাইসাইকেল চালিয়ে মানিকগঞ্জ শহরের দিকে আসছিল। এসময় পেছন দিক থেকে ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএস/আরআই