সৌরভের অপারেশনে মাত্র ৪০ হাজার টাকা প্রয়োজন

মাহাবুর আলম সোহাগ
মাহাবুর আলম সোহাগ মাহাবুর আলম সোহাগ , সহকারী বার্তা সম্পাদক (কান্ট্রি ইনচার্জ)
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

দূর কিংবা কাছ থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না ৭ বছর বয়সী শিশু সৌরভের শরীর অন্যদের চেয়ে একটু ভিন্ন। তার দুুরন্তপনা ও ছুটোছুটিতে বিষয়টি কেউ আন্দাজও করতে পারবে না। অথচ শিশু সৌরভ গত ৭ বছর ধরে মল ত্যাগ করছে পেটের নিচের অংশে বাইপাস করা পায়ুপথ দিয়ে।

জন্মের সময় সৌরভের পায়ুপথ ছিল না। ১০ দিন পর দিনাজপুর ইসলামী হাসপাতালে পেটের নিচের অংশে অপারেশনের মাধ্যমে বাইপাস পায়ুপথ তৈরি করে দেন ডাক্তাররা। এরপর থেকে ওইভাবেই বেড়ে উঠছে সৌরভ।

অথচ ডাক্তাররা বলেছিলেন, তিনমাস পর অপারেশন করে তার বাইপাস পায়ুপথটি মূল পায়ুপথের সঙ্গে যুক্ত করে দেয়া হবে। এজন্য প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হতে পারে। কিন্তু দীর্ঘ ৭ বছরেও সৌরভের বাবা দুলাল চন্দ্র ছেলের অপারেশনের জন্য ৪০ হাজার টাকা যোগাড় করতে না পারায় আজও দুর্ভোগ পোহাতে হচ্ছে ছেলেকে।

এদিকে ৭ বছর বয়স হলেও এখনও স্কুলে যাচ্ছে না সৌরভ। তার মা ভানু রাণী জানালেন, কয়েকদিন স্কুলে গিয়েছিল সৌরভ। কিন্তু তার পেটের অংশে পায়ুপথ থাকায় সেখান থেকে মলের গন্ধ বের হয়। এ কারণে অন্য ছাত্ররা তার পাশে বসতে চায় না। তখন থেকে তাকে আর স্কুলে পাঠাইনি।

সৌরভের বাবা দুলাল চন্দ্র ঠাকুরগাঁও শহরে একটি জুয়েলার্সের দোকানে কমচারী হিসেবে কাজ করেন। সেখানে যা বেতন পান তা দিয়ে কোনো মতে সংসার চললেও ছেলের অপারেশনের জন্য মাসে একটাকাও সঞ্চয় করতে পারেন না। এ কারণে দীর্ঘ ৭ বছরেও ছেলের চিকিৎসা করতে পারেন নি তিনি।

Sourav-Thakurgaon-(2)

দুলাল চন্দ্রের বাড়ি ঠাকুরগাঁও শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে বরুনাগাঁও এলাকায়।

দুলাল চন্দ্র জাগো নিউজকে বলেন, ৪০ হাজার টাকা আমার কাছে কোটি টাকার সমান হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে জমি জায়গা কিছু নেই। একমাত্র আয় দোকানের বেতন থেকে। অপারেশন করাতে না পারায় ছেলেকে স্কুলও পাঠাতে পারছি না।

তিনি বলেন, আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছেন। যারা অন্যের বিপদে আপদে সাহায্য করে থাকেন। কোনো হৃদয়বান মানুষ যদি আমার ছেলের অপারেশনের ব্যবস্থা করে দেয় তাহলে সে হয়তো সুস্থ হয়ে উঠবে।

সৌরভ জানাল, ব্যথা করেনা, তবে গন্ধ পাই। দেখলে বমি আসে। ভালো লাগে না।

কোনো হৃদয়বান ব্যক্তি সৌরভের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন তার বাবা দুলালের নম্বরে ০১৭৯২-৭৩০৫১৭।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।