পরিবারের কাছে ফিরল ঝালকাঠির নিখোঁজ ৩ ছাত্র
ঝালকাঠির হাফিজি মাদরাসার নিখোঁজ সেই ৩ ছাত্র এখন তাদের মায়ের আশ্রয়ে রয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা নিখোঁজ হলে রোববার সকালে সদর ঘাট থেকে তাদের উদ্ধার করা হয়।
এখন তারা তাদের মা-বাবার সঙ্গে পরিবারের কাছে আছে। তারা সবাই শহরের কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি রোড এলাকার খান মঞ্জিলে অবস্থিত হোসাইনিয়া তাজভীদুল কুরআন নাজেরা মাদরাসার ছাত্র।
তারা হলো, সদর উপজেলার শিরযুগ এলাকার সোহরাব আলী মীরের ছেলে আশিকুর রহমান নাজমুল, আগরবাড়ি এলাকার আবুল কালাম খলিফার ছেলে রমজান খলিফা ও পশ্চিম চাঁদকাঠি এলাকার পান্না মিয়ার ছেলে মো. নাহিদ মিয়া।
ওই মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা ইয়াসিন বলেন, শনিবার এশার নামাজ পড়তে তাদেরকে ছুটি দিই। নামাজ শেষে ১৫ মিনিট অতিবাহিত হলেও মাদরাসায় ফিরে না আসায় সন্ধান করতে থাকি। তারা ৩ জন ২০১৬ সালে ৫ম শ্রেণি উত্তীর্ণ হয়ে এ মাদরাসায় ভর্তি হয়েছে। আমরা তাদের সন্ধানে শহরে মাইকিং করেছি। সদর থানাকেও বিষয়টি অবহিত করি।
তিন ছাত্রের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঢাকার সদর ঘাট থেকে তাদের ফিরিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে তাদেরককে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
মো. আতিকুর রহমান/এএম/পিআর