বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা পরিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বেগম খালেদা জিয়া লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য বিএনপি ইসরাইল ও পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছে। সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী করে তা জাতির কাছে পরিষ্কার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ নন্দী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও জেলা ক্রীড়া সংস্থার নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।