মাগুরায় মাদ্রাসা থেকে ককটেল উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৬ জুন ২০১৫

মাগুরা শহরের দরি মাগুরা এলাকায় জামায়াতে ইসলামী পরিচালিত আল-আমিন মাদ্রাসার একটি কক্ষ থেকে মঙ্গলবার রাতে ৩৫টি ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মাগুরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসিডিবি) ইমাউল হক সাংবাদিকদের জানান, সন্দিগ্ধ এলাকায় তল্লাশি করা গোয়েন্দা পুলিশের নিয়মিত কাজ।  এ কাজ করতে যেয়ে মাদ্রাসার কক্ষে একটি ব্যাগে রাখা ককটেল গুলোর সন্ধান পায় গোয়েন্দা পুলিশ।  

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের রায় বিপক্ষে হলে নাশকতার জন্য এ ককটেল রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।