স্বামীকে বাঁচিয়ে না ফেরার দেশে স্ত্রী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রিবাস খাঁ (৪০) ও নাজমা বেগম (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নাজমার স্বামী নজরুল শেখ আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এনামুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় জানায়, ওই গ্রামের নজরুল শেখ তার বাড়িতে পানি ওঠানোর মোটরের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এ সময় তার স্ত্রী নাজমা বেগম চিৎকার করে স্বামীকে বাঁচাতে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যান।
খবর পেয়ে প্রতিবেশী শ্রিবাস খাঁ তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রিবাস খাঁ ও নাজমাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত নজরুল শেখ হাসপাতালে চিকিৎসাধীন।
এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস