তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ নেই : হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন কেন্দ্রীয় শাহী মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রতিহত করা হবে’ বিএনপির এমন ঘোষণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানে নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।