হবিগঞ্জে কৃষক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কৃষক ফুল মিয়া হত্যা মামলায় তিন সহোদরসহ এক পরিবারের চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ওই উপজেলার শিরিকান্দি গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে আরজু মিয়া (৩৫), তৈয়ব আলী (৪৫) ও রফিকুল ইসলাম (৫৫) এবং দণ্ডিত আসামির তৈয়ব আলীর ছেলে সফর উদ্দিন (২৪)।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক বলেন, ২০১৩ সালের ৫ অক্টোবর তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী ফুল মিয়াকে আসামিরা তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি বেগুন ক্ষেতে ফেলে রাখে।

এ ঘটনায় নিহত ফুল মিয়ার বড় ভাই আব্দুল মন্নান বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় ২০ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করে বলে জানান অতিরিক্ত পিপি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।