রোহিঙ্গাদের জন্য ভাসানচরে আবাসন ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে একটি সুন্দর আবাসন এলাকা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এজন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। এতে নোয়াখালীবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিক্ষা, চিকিৎসা আবাসনসহ সব আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এখানে শরণার্থী শিবির গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার দুপুরে ভাসানচরে শরণার্থী আবাসন প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিষয়ে নোয়াখালীবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোহিঙ্গাদের ওপর প্রশাসনের শক্ত নজরদারি থাকবে। পরিকল্পনা অনুযায়ী তাদের এখানে আনা হবে।

এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, কোস্টগার্ডের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।