কিশোরকে পিটিয়ে হত্যা : প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:২০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭

ময়মনসিংহের গৌরপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় কিশোর সাগর হত্যা মামলার প্রধান আসামি আক্কাছ আলীকে (৪০) গ্রেফতার করেছে ভৈরব র্যাব ১৪।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ভৈরব উপজেলার শিবপুর ইউপির সম্ভুপুর রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করে র্যাব। পরে তাকে ভৈরব র্যাব-১৪ ক্যাম্পে নিয়ে আসা হয়। আজ ভোরে আসামি আক্কাছ আলীকে ময়মনসিংহ র্যাব ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়।

জানা গেছে, পানির পাম্প চুরির অপবাদে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরপুর এলাকায় সাগরকে গাছে বেঁধে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। সাগর ময়মনসিংহের রেলওয়ে বস্তির শিপন মিয়ার ছেলে।

পরদিন মঙ্গলবার মরদেহ লেবার হ্যাচারির কাশবন থেকে উদ্ধার করে পুলিশ। পরে আক্কাছ আলীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা করে নিহত সাগরের বাবা। মামলার এজাহারে ৬ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আসামি করা হয় ৬ জনকে।

jagonews24

এজাহারভুক্ত আসামিরা হলেন, আক্কাছ আলী, তার ভাই হাসু মিয়া ( ৩৮), আ. ছাত্তার ওরফে ছত্তর (৩৫), জুয়েল মিয়া (৩০), সোহেল মিয়া (২০), কাইয়ূম (২১)।

লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে।

ফারুক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।