শিকদার বাড়ির পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে ব্যক্তি উদ্যোগে তৈরি হাকিমপুর শিকদার বাড়ির ৬৫১টি প্রতিমা দেখতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের দর্শনার্থীদের ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর শিকদার বাড়িতে। শুধু দর্শনার্থীরা নয় শিকদার বাড়ির এ পূজামণ্ডপ ঘুরে গেছেন দেশের চলচ্চিত্র জগতের খ্যাতনামা সব শিল্পীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শিকদার বাড়ির সন্তান বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদারের আমন্ত্রণে হেলিকপ্টারে শিকদার বাড়ির পূজা মণ্ডপে এসেছিলেন চলচিত্র জগতের এসব তারকারা। ইতোমধ্যেই শিকদার বাড়ির পূজামণ্ডপ ঘুরে গেছেন প্রবীণ চলচ্চিত্র অভিনেতা জাবেদ, অভিনেত্রী রোজিনা, অরুণা বিশ্বাস, চিত্রনায়ক রিয়াজ, নিরব ও কন্ঠশিল্পী এন্ডু কিশোর।

bagerhat

এদিকে শিকদার বাড়ির পূজামণ্ডপের কারণে জেলার অন্যান্য পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের আগমন কিছুটা কমে গেছে। শুক্রবার জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ মণ্ডপে দর্শানার্থীদের সংখ্যা খুব কম। এর কারণ হিসেবে অনেকেই বলছেন- শিকদার বাড়ির ৬৫১টি প্রতিমা নিয়ে পূজা মণ্ডপের আকর্ষণের কথা। সেই সঙ্গে চলচ্চিত্র জগতের খ্যাতনামা সব শিল্পীরা শিকদার বাড়িতে আশার কারণে মানুষের ঢল নেমেছে শিকদার বাড়িতে। আর এ কারণেই জেলার অন্যান্য পূজামণ্ডপে দর্শানার্থীদের সংখ্যা কিছুটা কমে গেছে।

যশোর থেকে বাগেরহাটের শিকদার বাড়ির পূজামণ্ডপ দেখতে আশা অজয় পাল বলেন, ৬৫১টি প্রতিমা নিয়ে তৈরি পূজা মণ্ডপ দেখতে আসলাম। এখানে এসে দেখি চিত্রনায়ক রিয়াজও এসেছেন মণ্ডপ দেখতে। সব মিলিয়ে শিকদার বাড়ির পূজামণ্ডপ আমার কাছে ভালো লেগেছে।

bagerhat

পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শিকদার বাড়ির পূজামণ্ডপ দেখতে আশা ঝিমি মন্ডল বলেন, বাংলাদেশে থাকা আত্মীয়দের মাধ্যমে শিকদার বাড়ির পূজামণ্ডপে ৬৫১টি প্রতিমার কথা শুনে এটি দেখতে আগ্রহ সৃষ্টি হয়। এ কারণেই শিকদার বাড়ির পূজামণ্ডপের প্রতিমা দেখতে আশা। খুব সুন্দর আয়োজন হয়েছে এখানে। যা দেখে মুগ্ধ হয়েছি।

শিকদার বাড়ির পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত চুলকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অসিত কুমার রায় বলেন, প্রতিদিন লাখ লাখ মানুষ আসছে মণ্ডপ দেখতে। মানুষের ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

শিকদার বাড়ির পূজামণ্ডপের আয়োজক লিটন শিকদার বলেন, গত ৭ বছর থেকে বড় আয়োজনে প্রতিমা নির্মাণ করছি। এবার সারা মণ্ডপে ৬৫১টি প্রতিমা তৈরি করা হয়েছে। প্রায় তিন একর জমি জুড়ে বসানো হয়েছে দেব-দেবীর প্রতিমা। প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে গণ্যমান্য ব্যক্তি, শোবিজ তারকা, ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীসহ লাখ লাখ মানুষ এখানে প্রতিমা দেখতে আসেন।

শওকত বাবু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।