মাগুরায় যুবক খুন


প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৬ জুন ২০১৫

মাগুরায় প্রতিপক্ষের হামলায় ফরহাদ (২৪) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার বিকেলে তাকে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (আজ) মঙ্গলবার তার মৃত্যু হয়। ফরহাদ ছাত্রলীগ নেতা রাজন খান হত্যা ও ইমরান নামে এক যুবকের হাত কর্তনসহ একাধিক মামলার আসামী। তিনি মাগুরা শহরের পারলা পূর্বপড়া বেলতলা এলাকার খায়রুল মিয়ার পুত্র।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই নাসিরুল ইসলাম জাগো নিউজকে জানান, সোমবার বিকেলে শহরের সৈয়দ আতর আলী সড়কে পোস্ট অফিসের সামনে প্রতিপক্ষরা ফরহাদকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে স্বজনরা রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এসআই নাসির জানান, ফরহাদ গত বছর অক্টোবর মাসে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাজন খান হত্যা মামলার আসামী। এছাড়া সম্প্রতি শহরের নূরজাহান প্লাজার সামনে ফরহাদ গ্রুপের হামলায় ইমরান নামে এক যুবকের একটি হাত শরীর থেকে বিছিন্ন হয়ে হয়ে যায়। এই হামলার ঘটনায় দায়েকৃত মামলাসহ তিনি একাধিক মামলার আসামী ছিল। ইমরানের উপর হামলার ঘটনার জের ধরে তার উপর এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। ময়নাতদন্ত শেষে ফরহাদের মৃতদেহ মাগুরায় আসবে বলে বলে এস আই নাসির জানিয়েছেন।

আরাফাত হোসেন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।