লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে মাদক সেবনে প্রতিবাদ করায় মো. রাকিব (৩৩) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পৌরসভার সমসেরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাকিব পৌর ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আবিরনগর এলাকার মৃত মারফত উল্যার ছেলে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানায়, পৌরসভার মোবারক কলোনী এলাকার মিজান ও জামাল মিয়া রাস্তার মাথায় গিয়ে মাদক সেবন করেন। এতে রাকিব স্থানীয়দের সহযোগিতায় বাধা দেয়। ওই মাদকসেবীরা রাকিবের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার সময় তাকে ডেকে নিয়ে তারা সমসেরাবাদ এলাকায় পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শান্তা ইসলাম জানান, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এএম/আরআইপি