মেঘনা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলে ছিদ্দিক উল্যাহ’র (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে রামগতির মাছঘাট এলাকার নদীতে ভাসতে দেখে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে। মৃত ছিদ্দিক উল্লাহ উপজেলার চরদরবেশ গ্রামের আবদুল ওহাবের ছেলে।

চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে কয়েকটি জেলে নৌকা ডুবে যায়।

এতে মো. বাবলু ও ছিদ্দিক উল্লাহ নামের দুই জেলে নিখোঁজ হয়। শুক্রবার সকালে বাবলুর মরদেহ উদ্ধার করা হয়। একদিন পর নিখোঁজ জেলে ছিদ্দিকের মরদেহের সন্ধান মেলে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।