ব্রিজ ভেঙে সাঁকো, ১২ বছর ধরে দুর্ভোগে চলাচল
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালির শাহামিয়ার হাট এলাকার বড় খালের ওপরের আয়রন ব্রিজটি দীর্ঘ ১২ বছর ধরে ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বর্তমানে ওই ব্রিজের ওপর বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। সেই সঙ্গে শাহামিয়ার হাটে চলাচলকারী মানুষ, ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সব মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। বর্তমানে এলাকাবাসী ব্রিজটির উপরে একাধিক সুপারি গাছ, বাঁশের হাতল ও গাছের গুঁড়ি দিয়ে সাঁকো স্থাপন করে বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।
এলাকাবাসী জানায়, ব্রিজ পারাপার হতে গিয়ে প্রায় সময় নানা দুর্ঘটনার ঘটনা ঘটছে। যেকোনো সময় প্রাণহানিসহ আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা শহীদ, হারুন ও সাগরসহ একাধিক লোক অভিযোগ করে বলেন, ব্রিজটি চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয় উদ্যোগে একাধিক সুপারি গাছ, বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে ব্রিজের উপর দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। তবে ঝঁকি থেকেই যাচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী লুৎফর রহমান বলেন, খোঁজ নিয়ে দেখতেছি। ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।
মো. আতিকুর রহমান/এএম/আরআইপি