নড়াইলে অভিযান চালিয়ে বন্দুক ও ককটেল উদ্ধার


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৭ জুন ২০১৫
ফাইল ছবি

নড়াইল পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি পাইপগান ১৯টি ককটেল, ৫ রাউন্ড বন্দুকের গুলি ও বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করেছে।  মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।  অপরদিকে ২ জামায়ত কর্মীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ভাণ্ডারিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল, ১৫টি ককটেল ও জিহাদী লিফলেট উদ্ধার করা হয়।  লোহাগড়া থানা পুলিশ লক্ষিপাশা এলাকা থেকে ৪টি ককটেল ও ৫ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে এবং কালিয়া থানা পুলিশ উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে ১টি পাইপগান উদ্ধার করে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ককটেল, অস্ত্র, গুলি ও লিপলেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ রাতে ২ জামায়াত কর্মীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে।  হরতালে নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

হাফিজুল নিলু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।