মাছের ঘেরে ব্যবসায়ীর মরদেহ
কুষ্টিয়ার মিরপুরে মাছের ঘের থেকে আব্দুস সালাম (৪২) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সালাম একই এলাকার বাদল বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা আব্দুস সালামের মরদেহ মাছের ঘেরের পাড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান, রফিকুল কাকিলাদহ গ্রামে মাছের ঘের পাহারা দিতেন। প্রাথমিকভাবে মরদেহের বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শনিবার রাতে মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
আল-মামুন সাগর/আরএআর/আরআইপি