পাঁচ অভয়াশ্রমে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আজ ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন চাঁদপুরসহ দেশের ৫টি প্রজনন কেন্দ্রের নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী, লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার, বরিশালের মৌলভীচর, মনপুরা, ঢালচর নদী এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২২ দিনের এ অভিযানে এসব এলাকায় মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুরসহ অন্য জেলার জেলা টাস্কফোর্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, সমাবেশসহ জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় জেলেদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময়সহ এলাকায়-এলাকায় মাইকিং এবং পোস্টারিং করা হচ্ছে।

Hilsha

এই নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরার নৌকাগুলোকে জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ, বরফ কল মালিকদের মিল বন্ধ রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসন জানিয়েছেন।

ইকরাম চৌধুরী/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।