নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ৯ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০১ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে ইলিশ ধরায় ৯ জেলেকে আটক করা হয়েছে । রোববার দুপুরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী।

পুলিশ জানায়, মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় মাছ ধরার সময় সকালে ৯ জেলেকে আটক করা হয়। আটকদের কারাদণ্ডের আদেশ দেয়ায় তারা থানা হেফাজতে রয়েছে। প্রশাসনের এ অভিযান চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান,আগামী ২২ দিন ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন তৎপর রয়েছে। সার্বক্ষণিক নদীতে নজরদারি করা হচ্ছে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।