ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০১ অক্টোবর ২০১৭
নিহত পুলিশ কনস্টেবল আরিফ

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আরিফ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় এনা পরিবহণের সুপারবাইজার ডালিম (২৫) গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কনস্টেবল আরিফের বাড়ি ময়মনসিংহ শহরের হাগডহর এলাকায় এবং তার বাবার নাম মৃত ফজলুল হক করিম। তার আইডি নম্বর ৫৬০। গুরুতর আহত ডালিমের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার রাখনগাঁও গ্রামে এবং তার বাবার নাম মো. মহসীন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত পৌনে ৯ টায় সেতু পার হওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী ডালিমের গতিরোধ করে সর্বস্ব কেড়ে নিচ্ছিল। এ সময় ডালিমের চিৎকার শুনে পুলিশ কনস্টেবল আরিফ এগিয়ে যান এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা করেন। তখন এক ছিনতাইকারী আরিফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা তাদের ভৈরব উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুলিশ কনস্টেবল আরিফকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ডালিমকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

ভৈরব উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডা. জাহাঙ্গীর আলম জানান, নিহত পুলিশ আরিফের বুকে দুটি ছুরির আঘাত লেগেছে। এতে সে ঘটনাস্হলেই মারা যান। ডালিমের মাথায় ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান জানান, আরিফ রেলসেতুতে দায়িত্বরত ছিলেন। ডালিমকে ছিনতাইকারীর হাত থেকে বাচাঁতে গিয়েই সে নিহত হয়। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।

আসাদুজ্জামান ফারুক/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।