মাটিরাঙ্গায় মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৩২ এএম, ০২ অক্টোবর ২০১৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মার্কেট ভস্মীভূত হয়ে গেছে। মাটিরাঙ্গা বাজারের পাটোয়ারী মার্কেটে রোবববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আবুল হাসেম ভুইয়া জানান, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে আধাপাকা মার্কেটের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ মার্কেটের পশ্চিমাংশের ৭/৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

Khagrachari-Agnikando2

মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর খাগড়াছড়ি ও রামগড় থেকে ফায়ার সার্ভিসের পৃথক দুটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। এ সময় বিলম্বে হাজির হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা জনগণের তোপের মুখে পড়ে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান ও মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন। এ সময় মাটিরাঙ্গা উপজেলায় ফায়ার সার্ভিসের ভবন থাকার পরও জনবল নিয়োগ ও অগ্নিনির্বাপক যন্ত্রপাতি না থাকায় স্থানীয়রা মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানকে অবরুদ্ধ করে ক্ষোভ প্রকাশ করেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।