চাঁদপুর কারাগারের দেয়াল টপকে পালালো আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৩ অক্টোবর ২০১৭

চাঁদপুর জেলা কারাগার থেকে বিচারাধীন হত্যা মামলার আসামি মোখলেছুর রহমান (৪০) দেয়াল টপকে পালিয়ে গেছে। এ ঘটনায় ৩ কারারক্ষীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামি মোখলেছুর রহমান জেলার মতলব উত্তর উপজেলার মো. আব্দুর রহমানের ছেলে।

চাঁদপুর জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কোনো এক সময় কারাগারের প্রধান ফটকের বিপরীতে উত্তর পাশের দেয়াল টপকে আসামি মোখলেছ পালিয়ে যান। নিয়মানুযায়ী আসামি গণনার সময় বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি তাৎক্ষণিক তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরদিন শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিষয়টি তদন্ত করার জন্য ঢাকা আইজি প্রিজন কার্যালয় থেকে ৩ কর্মকর্তা চাঁদপুরে আসেন। ওই দিনই ঘটনার সময় দায়িত্বে থাকা ৩ কারারক্ষীকে বরখাস্ত করেন ওই কমিটি। দায়িত্ব অবহেলায় আরও লোকজন জড়িত আছেন কিনা সে বিষয়ে তারা তদন্ত করছেন।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মাঈমুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৮ তারিখ ঘটনাটি আমাদের নজরে আসার পর ওই দিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলামসহ ৩ জনের তদন্ত কমিটি দুই দিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর ) চাঁদপুরে অবস্থান করে বিষয়টি তদন্ত করেন। ৩ জনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হলেও তদন্তের আর কোনো বিষয় আমার জানা সম্ভব হয়নি।

চাঁদপুর জেলা কারাগারের জেলার আবু মুসা আরও বলেন, পালিয়ে যাওয়া কয়েদি মোখলেছুর রহমান ২০১৪ সালে নিজের দাদির কাছ থেকে সোনার চেইন নিতে গিয়ে দাদিকে খুন করেন। পরে চাচা আফাজ উদ্দিন বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পালিয়ে যাওয়া কয়েদি মোখলেছুর রহমান গত সাড়ে তিন বছর এ কারাগারে রয়েছে। সবশেষে সে পালিয়ে যায়।

ইকরাম চৌধুরী/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।