শেরপুরে জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১০:২৭ এএম, ০৪ অক্টোবর ২০১৭

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শেরপুরে মোহাম্মদ আলী (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের নতুন বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতারের পর সন্ত্রাস দমন আইনের মামলায় বুধবার দুপুরে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়।

মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান বৃহস্পতিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার মোহাম্মদ আলী (৪৫) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়েনের যোগিনীবাগ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি চরশেরপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই রাতে শহরের কাজীবাড়ী পুকুরপাড় সংলগ্ন সাবেক সেনাসদস্য ফরহাদ মিয়ার ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী বই, জামায়াত-শিবিরের সাংগঠনিক কাগজপত্রসহ ৪ শিবির নেতাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সদর থানায় সন্ত্রাস দমন আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড হয়। সেই মামলার গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নতুন বাসটার্মিনাল এলাকা থেকে জামায়াত নেতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, জামায়াত নেতা মোহাম্মদ আলী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই নানা কৌশলে দলীয় তৎপরতা চালানোসহ সরকারবিরোধী ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছেন। ইতোপূর্বে প্রায় দু’মাস আগে নিজ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জামায়াত নেতা-কর্মীদের নিয়ে তিনি জমায়েতের প্রস্তুতি নিলে থানা পুলিশের হানায় তা ভণ্ডুল হয়ে যায়। পরে ব্যানার, মাইক ও চেয়ারসহ সভার সরঞ্জাম জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, জামায়াত নেতা মোহাম্মদ আলী দীর্ঘদিন ঘাপটি মেরে থেকে নানা অপতৎপরতায় লিপ্ত ছিলেন। তিনি গত ২৬ জুলাই রাতে শহরের কাজীবাড়ি পুকুরপাড় সংলগ্ন এক ছাত্রাবাসে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের ঘটনায় জড়িত ছিল মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এজন্য তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

হাকিম বাবুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।