চাঁদার দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটপাট


প্রকাশিত: ০৭:২৮ এএম, ১৮ জুন ২০১৫

চাঁদার দাবিতে মাগুরা সদর উপজেলার ধলহারা গ্রামে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলামের বাড়ি-ঘর ভাঙচুর করে গরু ছাগল ধরে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ রফিকুল ইসলাম চাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

তিনি সাংবাদিকদের জানান, কিছুদিন আগে পার্শ্ববর্তী বারইখালী গ্রামের সাহেব বিশ্বাস, আকবর বিশ্বাস ও শাহীন বিশ্বাসের নেতৃতে সাহেব, ইসমাইল, আকবরসহ ৫/৬ জনের একটি দুর্বৃত্তের দল রাতে বাড়িতে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি গ্রামের মেম্বর ও চেয়ারম্যানকে জানানো হলে এবং তাদের পরামর্শে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাতেও দুর্বৃত্তরা শান্ত হননি বরং বৃহস্পতিবার পুনরায় তারা বাড়ি-ঘর ভাঙচুর ও গরু বাছুর ধরে নিয়ে গেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জাগো নিউজকে জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।