জামালপুরে যমুনার পানি কমলেও বেড়েছে ব্রহ্মপুত্রের পানি
যমুনা নদীর পানি কিছুটা কমলেও জামালপুরের ব্রহ্মপুত্র, ঝিনাই ও ঝিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে বন্যা কবলিত মানুষগুলো এখনো ঘরে ফিরতে পারেননি। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ইসলামপুর উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
যমুনা নদীর পানি কিছুটা কমে বিপদ সীমার নীচে থাকলেও জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নাওভাঙ্গা, কুলুরচর বেপারীপাড়া এলাকার বাসিন্দারা এখনো পানিবন্দী রয়েছেন। এছাড়াও ঝিনাই, ঝিঞ্জিরাম নদীসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. শাহাবু্িদ্দন খান ইসলামপুর উপজেলার বেলগাছা ও চিনাডুলি ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেছেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহনী বিপুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুমুর রহমান, চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ।
শুভ্র মেহেদী/এমজেড/পিআর