খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রহরী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৫ অক্টোবর ২০১৭

খাগড়াছড়িতে থ্রি হুইলার ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক বনপ্রহরী নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান মিয়া জেলার দীঘিনালার নারাইছড়ি রেঞ্জের বনপ্রহরী। আহতরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. মাহবুব হোসেন (২৭) ও দীঘিনালা উপজেলার মো. বেলাল হোসেনের ৩ বছরের শিশু কন্যা নারগিস।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় সুলতান মিয়াকে চট্টগ্রাম নেয়ার পথে মারা যায়।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।