তিন দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে গুলি করে হত্যার তিন দিন পর বাংলাদেশি যুবক আশরাফ আলীর (২৫) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ১১০১/৭ এস সীমানা পিলারের নিকটে নো-ম্যানস ল্যান্ডে এক পতাকা বৈঠকের মাধ্যমে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত আরশাফ আলী উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার দুলাভাই আব্দুল লতিফ জানিয়েছেন।
গ্রামবাসী ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত বুধবার বিকেলে আরশাফ আলী নকশী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে তিনি গজনী অবকাশ কেন্দ্রে ঘুরতে যান। একপর্যায়ে ভুলবশত বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০১ নং পিলার পার হয়ে ভারতে প্রবেশ করলে মেঘালরে কোচআদব্রি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে আশরাফ আলী ঘটনাস্থলেই নিহত হন।
শুক্রবার নকশী সীমান্ত ফাঁড়ি বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের মাধ্যমে আশরাফ আলীর মরদেহ থানা ঝিনাইগাতী পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ । পরে থানা পুলিশের পক্ষ থেকে নিহত আশরাফ আলীর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুল কাদির মিয়া মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিম বাবুল/আরএআর/জেআইএম