ভারতে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হয়ে সাড়ে ৬ মাস কারাভোগ করা দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়।
ফেরত আসা যুবকরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ভাটিপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুল করিম (২৪) ও বাহাদুরাবাদ সর্দারপাড়া গ্রামের জহির আলীর ছেলে হামিদুল রহমান (১৮)। পরে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী সার্কেল মো. জাহাঙ্গীর আলম ইমিগ্রেশন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, চলতি বছরের ২১ মার্চ জামালপুরের মাখনেরচর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ওই দুই যুবক। পরে বিএসএফের হাতে ধরা পড়লে তাদের ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর আদালতের রায়ে ভারতের তুরা কারাগারে ৬ মাস ১৫ দিন কারাভোগ শেষে শনিবার তাদের দেশে ফিরিয়ে দেয়া হয়।
হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার অজয় দাস, ডাল থানা পুলিশের উপ-পরদর্শক ডি হাজং ও বাংলাদেশের পক্ষে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতিপাগার ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম, সহকারী উপ-পরির্দশক (এএসআই) মাসুদ, নাকুগাঁও ইমিগ্রেশনের কনস্টেবল আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/আরএআর/জেআইএম