লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: শতাধিক যাত্রী আহত


প্রকাশিত: ০৫:১২ এএম, ২০ জুন ২০১৫

লালমনিরহাটের কাকিনা রেলস্টেশনে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা স্টেশনে ভাঙচুর চালানোয় লালমনিরহাট-বুড়িমারী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে বুড়িমারীগামী ৬৫ নং কম্পিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নং লোকাল ট্রেনের সঙ্গে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাট বুড়িমারী রেল রুটে লালমনিরহাটগামী ২৪০৪ নং লোকাল ট্রেন ও বুড়িমারীগামী ৬৫ নং কম্পিউটার ট্রেন কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কম্পিউটার ট্রেনটির চালক তহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কাকিনা স্টেশন মাস্টারের দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।