লক্ষ্মীপুরে ১০ দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১১ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ ১০ দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি ও লক্ষ্মীপুরের পৃথক দুইটি ফায়ার সার্ভিস ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আল সৈয়দ শাড়ি ঘর, মা-ফাতেম বস্ত্রালয়, মা-কলি বস্ত্রালয়, তামিম বস্ত্রালয়, ওহাব বস্ত্রালয়, ইব্রাহিম ক্লথ স্টোর, মহি উদ্দিনের মুদি দোকান, বিসমিল্লাহ টেলিকমসহ ১০ দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের দাবি ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।