ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১২ অক্টোবর ২০১৭

ঝিনাইদহে পিকআপ ভ্যান ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক (৪০) এবং ওই শাখার অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলম (৩০)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে হাটগোপালপুর থেকে মাহেন্দ্রযোগে ১০ যাত্রী ঝিনাইদহে আসছিলেন। পথে পাঁচমাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালক ও যাত্রীরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।

ওসি আরও জানান, হাসপাতালে নিয়ে আসার পর জুবায়ের আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। ম্যানেজার আব্দুল মালেককে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে বলেও তিনি জানান।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।