গাইবান্ধায় ৩৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই গ্রামের নিলীনা আক্তার মাদকদ্রব্যের ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও সাদুল্লাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তার ঘর থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড় গোপালপুর গ্রামের নিলীনা আক্তারের বাড়ি থেকে ৩৫ লাখ টাকার ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রওশন আলম পাপুল/এফএ/এমএস